Naat Lyrics In Bangla
নবী কান্দেন মদিনায় শুধু উম্মতের মায়ায়
ইয়াছিন রেজভী
নবী কান্দেন মদিনায় শুধু উম্মতের মায়ায়
দারুন পড়ে সবাই নবীকে সালাম জানায় (ঐ)
আল্লাহর দরবারে নবী সিজদায় পড়িয়া
গুনাহগার উম্মতকে দাও আল্লাহ মাফ করিয়া
উম্মত বলে কান্দে নবী এসে এই ধরায় (ঐ)
সারা জীবন কান্দেন নবী উম্মতের লাগিয়া
নবীর কাছে আছে কত উম্মতের মায়া
উম্মত উম্মত বলে নবী উম্মতের মায়ায় (ঐ)
যে নবীজি সর্বদায় উম্মত উম্মত করে
সে নবীকে না দেখে মরব কেমন করে
তাঁহার প্রেমে মরতে পারলে ধন্য হবে সব জায়গায় (ঐ)
অধম উম্মত নবীর প্রেমে হয়েছে বন্দী
তাঁহার প্রেমে সারাক্ষণ চুপি চুপি কান্দি
দরুদ পড়ে সালাম জানাই নবীর রাওজায় (ঐ)